হাসনাতের সম্পৃক্ততার বিষয়টি অনিশ্চিত: পুলিশ

হাসনাতের সম্পৃক্ততার বিষয়টি অনিশ্চিত: পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলা মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হলেও সেই প্রতিবেদন এখনো পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশ।

হাসনাত করিমওই প্রতিবেদন ও গুলশান হামলা মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি মিলিয়ে তার বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে মনিরুল ইসলাম জানান, গুলশান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে অভিযানে নিহত হয়েছে। এছাড়া পলাতক মারজান, জাহাঙ্গীর ওরফে রাজীব এবং চকলেট ওরফে বাশারুজ্জামানকে গ্রেপ্তার করতে পারলে এই ঘটনার পুরো রহস্য উন্মোচিত হবে।

তিনি বলেন, গুলশান হামলার জন্য তৃতীয় একটি দেশ থেকে ভারত হয়ে দুই ধাপে প্রায় ২০ লাখ টাকা এসেছিল। এই টাকা গ্রহণ করে চকলেট ওরফে বাশারুজ্জামান।