সুজনই হচ্ছেন অন্তবর্তীকালীন কোচ

সুজনই হচ্ছেন অন্তবর্তীকালীন কোচ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

অন্তবর্তীকালীন সময়ের জন্য সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনই হচ্ছেন বাংলাদেশ দলের কোচ। এ তথ্য দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তবে হাথুরুর পদত্যাগের কারণ তাঁর কাছে এখনো স্পষ্ট নয় বলেও জানিয়েছেন।

হঠাৎ করেই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগে বেশ সরগরম দেশের ক্রিকেট।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হচ্ছেন হাথুরুসিংহে। তবে সমঝোতা করে বিসিবি তাঁকে রেখে দিতে চায় বলেও শোনা যাচ্ছে। তবে, শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীর কথায় অনেকটাই স্পষ্ট, লঙ্কান দলের দায়িত্ব নিতে যাচ্ছেন হাথুরু।

জানুয়ারীতে বাংলাদেশে লঙ্কানদের হয়ে শুরু হবে তার মিশন। তবে তাঁর পদত্যাগের কারন এখনো স্পষ্ট নয় বিসিবি সভাপতির কাছে। হাথুরুর জায়গায় ভালো মানের বিদেশী কোচ না আনা পর্যন্ত টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হবেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

অবশ্য বিদেশী কোচ কে হবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে, কয়েকজনের সাথে আলোচনা হচ্ছে বলেই অভিমত বিসিবি সভাপতির। গুঞ্জন ছিলো দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে দ্বন্দ্ব ছিল হাথুরুর। বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন বোর্ড প্রধান।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ব্যস্ততায় দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের প্রতি তেমন নজর দিতে না পারার দায় স্বীকার করলেন নাজমুল হাসান পাপন।