শর্ত সাপেক্ষে পদত্যাগে রাজি মুগাবে

শর্ত সাপেক্ষে পদত্যাগে রাজি মুগাবে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

স্ত্রীসহ তাকে সম্পূর্ণ নিরাপত্তার শর্তে পদত্যাগে রাজি হয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সোমবার মুগাবের পদত্যাগের সম্মতির কথা জানায় সিএনএন। তার পদত্যাগপত্রের খসড়াও প্রস্তুত করা হয়েছে।

এর আগে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রত্যাশা অনুযায়ী পদত্যাগের ঘোষণা না দেয়ায় মুগাবেকে অভিশংসন করার কথা জানিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক সেনা কর্মকর্তারা।

তবে, সোমবার তাদের সঙ্গে সমঝোতা হওয়ায় ৩৭ বছরের ক্ষমতার অবসানে রাজি হন মুগাবে। এর আগে নিজ দল ও সেনাবাহিনীর চাপ অগ্রাহ্য করে ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়ে মুগাবেকে গৃহবন্দী করে।

এরপর জনগণের দাবির মুখে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় ক্ষমতাসীন দল জানু-পিএফ। একইসঙ্গে দলটি মুগাবে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল।