সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

শেয়ার করুন

Murad montri

নিজস্ব প্রতিবেদক।।

নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের সেরেস্তায় এ মামলার আবেদন করা হয়। এ বিষয়ে আগামীকাল সোমবার শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।

মামলার অপর আসামি হলেন- মহিউদ্দিন হেলাল নাহিদ।

বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকালকে শুনানি  হবে।

বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি পান ডা. মুরাদ।