সাত খুনের চার বছর

সাত খুনের চার বছর

শেয়ার করুন

Narayanganj_7_Murder

এটিএন টাইমস ডেস্ক:

সাত খুনের ঘটনায় আজো স্বজনহারাদের হাহাকার। এই হত্যা মামলায় এক বছর আগে উচ্চ আদালত রায় দিলেও কার্যকর হয়নি এখনও। রায় দ্রুত কার্যকর করে বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের।

জন্মের আগে মাতৃগর্ভ থেকেই হয়তো রোজা শুনেছিল মায়ের গগণবিদারী কান্না। চার বছরের রোজা জানেনা বাবার আদর কেমন? সাত খুনের ঘটনায় গাড়িচালক জাহাঙ্গীরের পরিবারের মতো একই অবস্থা বাকিদেরও।

দীর্ঘ চার বছরে চরম হতাশার মধ্য দিয়ে জীবন যাপন করছেন নিহত সাতজনের পরিবারের স্বজনরা। সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও পরে খোঁজ নেয়নি কেউ।

উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও কার্যকর বিলম্বিত হওয়ায় সংশয় প্রকাশ করেছেন মামলার বাদি।