শেষ জুনে বরিশালে করোনায় মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা কেবল বেড়েই চলছে

শেষ জুনে বরিশালে করোনায় মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা কেবল বেড়েই চলছে

শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপতালের করোনা ওয়ার্ডে পজিটিভে ৩ জনের করোনা
উপসর্গে ৫ জনসহ মোট ৮ জনের মৃত্যু। বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় নতুন আক্রান্ত-১৯৩ জন । এ বিভাগে
মোট আক্রান্ত ১৭,৩৯২ জন ও মোট মারাগেছে ৩৩৩ জন। আক্রান্তের হার শতকরা ৩৭ দশমিক ৭৬ ভাগ ।

Sher_E_Bangla_Medical_College_Hospital

।। মোঃ হুমায়ুন কবির, স্টাফরিপোর্টার,বরিশাল ।।

বরিশালে করোনায় মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে । গত ২৪
ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ওয়ার্ডে করোনা পজিটিভে ৩
জন ও করোন উপসর্গে ৫ মোট ৮জন জনের মৃত্যু এবং বরিশাল বিভাগের ৬ জেলার নতুন করে করেনায়
আক্রান্ত হয়েছে ১৯৩ জন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সুত্রে জানানো হয়েছে।

মৃতদের বাড়ী বরিশাল ,বরগুনা ও পিরোজপুরে । এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা
৩৩৩ জন দাড়িয়েছে । আর আক্রান্ত হয়েছে ১৭৩৯৩ জন । বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ১৪০ জন রোগী ভর্তি আছে । এ ওয়ার্ডে মোট ৭২৪ জন
মারগেছে । এর মধ্যে করোনায় পজিটিভে ২০৯ জন ও করোনা উপসর্গে ৫৫২০ জন ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন
করোনা পজিটিভ এসেছে । আক্রান্তের হার শতকরা ৩৭ দশমিক ৭৬ ভাগ ।