নড়াইলের কালিয়া-বড়দিয়া সড়ক নির্মাণ কাজে নানা অভিযোগ

নড়াইলের কালিয়া-বড়দিয়া সড়ক নির্মাণ কাজে নানা অভিযোগ

শেয়ার করুন

narail-0
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
কাজ শেষ না হতেই সড়কের পিচ উঠে যাচ্ছে। ডেবে যাচ্ছে সড়কের দুই পাশের মাটি। করোনাকালীণ সময়ে এমন
ফাঁকিবাজির দৃশ্য দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ছে এলাকার মানুষ। অনেকেই ক্ষব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত
করেছেন।
জানাগেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) নড়াইলের কালিয়া উপজেলার জিরো পয়েন্ট
(উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে) থেকে নড়াগাতি থানার বড়দিয়া কলেজ মোড় পর্যন্ত ১১ হাজার ২২০
মিটার লম্বা এবং ৫ দশমিক ৫০ মিটার চওড়া সড়কের কাজ চলছে। নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি
৩৩ লাখ ৫৩ হাজার ২৪৩ টাকা। সড়কটি রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের (আরসিাাইপি) আওতায়
এনসিই-পিডিএল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। ডিসেম্বর মাসে এই কাজ শেষ করা কথা। কাজের
তদারকির দায়িত্বে ছিলেন কালিয়া উপজেলার সংশ্লিষ্ট অফিসের নকশাকার আলী আহম্মেদ।

narail-1
আজ সোমবার সরেজমিন দেখা গেছে,সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ম্যাকাডমের অংশ বের হয়ে এসেছে।
অনেক স্থানে সড়কের দুই পাশের মাটি সরে সড়ক ভেঙ্গে পড়েছে। সিডিউল মোতাবেক সড়কের নির্মাণ কাজ করা
হয়নি। সড়কের চওড়া ৫ দশমিক ৫০ মিটার করার কথা থাকলেও বেশিরভাগ স্থানে কম করা হয়েছে। নির্মাণ
কাজের দারকিতে থাকা নকশাকার আলী আহম্মেদকে কর্মস্থলের কোথাও দেখা যায়নি। দুপুরের পর উপজেলা
পরিষদ সংলগ্ন প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে পাওয়া যায়। এলাকাবাসির অভিযোগ ঠিকাদার নিজের ইচ্ছামত
কাজ করে যাচ্ছেন। নির্মাণ কাজের পাশে সংশ্লিষ্ট ঠিকাদারকে পাওয়া যায়নি।
খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল গ্রামের সমাজসেবক বরকত হোসেন বলেন,করোনার মধ্যে এমন ফাঁকিবাজি কাজ
করে যাচ্ছে ঠিকাদার। দেখার কেউ নেই। তিনি বলেন,সিডিউল মোতাবেক কাজকরা হচ্ছে না। তালবাড়িয়া গ্রামের
ভ্যানচালক ইলিয়াছ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,৩৫ বছর ধরে এই রাস্তায় ভ্যান চালাচ্ছি। এমন কাজ
কোন দিন দেখিনি।
জানতে চাইলে প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা আলী আহম্মেদ দাবি করেন কাজের গুণগত মান
ভালো। ঠিকাদার সিডিউল মোতাবেক কাজ করছেন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন,ওই সড়কের কাজের যে সমস্ত ত্রুটি আছে তা দেখা
হবে। তিনি বলেন,কাজ হস্তান্তরের আহে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সব ঠিক করে দিতে হবে।