শীতের সবজিতে সয়লাব রাজধানী 

শীতের সবজিতে সয়লাব রাজধানী 

শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:
শাক-সব্জিতে রাজধানীর বাজার সয়লাব। পাইকারিতে কিছু পণ্যের দাম কমলেও, খুচরা বাজারে এর নেই কোন প্রভাব। ফলে পকেট কাটা হচ্ছে ক্রেতা সাধারণের। দাম নিয়ন্ত্রণে নেই কারো নজরদারি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
শাক-সব্জির বড় পাইকারি বাজার হিসেবে খ্যাতি রাজধানীর কারওয়ান বাজারের। রাত হলেই সরগরম হয়ে উঠে এই বাজার। ঢাকার আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে শাক-সব্জি বোঝাই ট্রাক, পিকআপ ঢোকে এই বাজারে।
শীত যতই ঘনিয়ে আসছে, এই বাজারে শাক-সব্জির সরবরাহ ততই বেড়ে চলেছে। রোববার সকালে বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাধাকপি, মুলা, করলা, ভেন্ডি, সীম, চিচিঙ্গা, বেগুন, ধনে পাতা, সবুজ টমেটোতে সয়লাব। কাঁচা মরিচের ঝাল আবার বেড়েছে। প্রতি কেজির পাইকারি দাম ১২০ টাকা। দেশি টমেটো ৭০, আর ভারতীয় টমেটো কেজি প্রতি ১২০ টাকা।

শাকের সরবরাহ প্রচুর। প্রতি ৩ আটিঁ লাল শাক, পালং শাক ও মুলা শাক ২০ টাকা। লাউ শাক মিলছে ৩০ টাকায়। চাহিদা কম থাকায় পেপের কেজি ১২ টাকা। পাইকারি বাজারের বিক্রিবাট্টা শেষে এখানেই বসে খুচরা বাজার। ৪৩ টাকায় ভেন্ডি কিনে ৬০ টাকা হাঁকান বিক্রেতা।