রোহিঙ্গাদের ওপর প্রশাসনের কঠোর নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর প্রশাসনের কঠোর নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ওপর প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাসানচর পরিদর্শণে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নোয়াখালীবাসী রোহিঙ্গাদের বিষয়ে আতংকিত হওয়ার কারণ নেই। ভাসানচরকে একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাংলাদেশ নেভিকে দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষা ,চিকিৎসা, আবাসনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এই শরণার্থী শিবির গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী।