রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির পরিচয় পাওয়া গেছে

রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির পরিচয় পাওয়া গেছে

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গির পরিচয় পাওয়া গেছে। মুরাদ নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম জাহিদুল ইসলাম। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত ব্যক্তির আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম-পরিচয় পাওয়া গেছে। পরিচয়পত্র থেকে আরও জানা গেছে জাহিদুল ইসলামের বাবার নাম নুরুল ইসলাম, মায়ের নাম জেবুন্নাহার ইসলাম। বাড়ি কুমিল্লার সদর থানার পাঁচথুবী গ্রামে।

জাহিদুল ইসলাম ২০০০ সালে সেনাবাহিনীতে কমিশন পায়। পদাতিক বাহিনীর এই কর্মকর্তা গত বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়। গত শনিবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পুলিশের অভিযানে নিহত হয় জাহিদুল ইসলাম।

প্রথমে তার পরিচয় নিশ্চিত না হলেও পুলিশের পক্ষ থেকে তার নাম মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর নাম জানা যায়। পরে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানায়।