রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক মাহমুদ আলীর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক মাহমুদ আলীর

শেয়ার করুন

russia bangladesh

জাতিসংঘ সাধারণ অধিবেশনের এক ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বুধবার নিউইয়র্কে ঐ বৈঠকে সমসাময়িক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এ বিষয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়ার শীর্ষ কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার নিন্দা জানালেও সম্প্রতি এক বিবৃতিতে ভিন্ন অবস্থান জানিয়েছে রাশিয়া।

একে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দাবি করে দেশটিতে বাইরের হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান ব্যক্ত করে মস্কো। পররাষ্ট্রমন্ত্রী লাভরভই এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।