রাজীবের মৃত্যুর ঘটনায় মর্মাহত আদালত, কাল আদেশ

রাজীবের মৃত্যুর ঘটনায় মর্মাহত আদালত, কাল আদেশ

শেয়ার করুন

razib_0120180410034659

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের মৃত্যুতে আদালত মর্মাহত। অন্যদিকে রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদেশের জন্যে আগামীকাল নির্ধারণ করেছেন।

এ সময় রাজীবের খালা জাহানারা পারভীনকেও উপস্থিত থাকতে বলেছেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে আজ আদেশের জন্য ধার্য ছিল।

গত ৩ এপ্রিল দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। পরদিন রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ওইদিন হাইকোর্ট অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।

রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

গত ১৬ এপ্রিল সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব হাসান।