শিরোপা হাতে পাওয়ার দিনে ম্যানসিটির ড্র

শিরোপা হাতে পাওয়ার দিনে ম্যানসিটির ড্র

শেয়ার করুন

manchester_city_

নিজস্ব প্রতিবেদক:

শিরোপা হাতে পাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে পারলো না ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা গোলশুন্য ড্র করেছে হাডার্সফিল্ড টাউনের সঙ্গে।

আগেই লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচটি সেভাবে গুরুত্বপূর্ণ ছিল না ম্যানসিটির জন্য।

তবে এই ম্যাচের পর শিরোপা তুলে দেয়া হবে ম্যানসিটিকে। তাই জয়ের আনন্দ নিয়ে শিরোপা হাতে নেয়ার লক্ষ্য ছিল পেপ গার্দিওলার দলের। কিন্তু ম্যাচে দাপট দেখিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানসিটি। গোলশুন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

৩৬ ম্যাচে ৩০ জয় ও চার ড্রয়ে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৯৪। এবার নিয়ে ইংলিশ ফুটবলে পঞ্চম লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া পেপ গার্দিওলার অধীনে এটাই দলটির প্রথম লিগ শিরোপা।