রাজধানীতে নিত্যপণ্যের দামে আগুন

রাজধানীতে নিত্যপণ্যের দামে আগুন

শেয়ার করুন

Screenshot_1।। নিজস্ব প্রতিবেদক ।।

প্রতি সপ্তাহেই বাড়ছে নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারগুলোতে সবজি, মাছ, মাংস, চাল-ডাল কোথাও স্বসি নেই। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা এবং পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা।

শীতের আগাম সবজি শিম ও ফুলকপির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে গাজর ও টমেটো। শিম কিনতে ক্রেতাদের কেজিতে ১৬০-২০০ টাকা গুনতে হচ্ছে। আর ছোট একটা ফুলকপি কিনতে লাগছে ৩০-৫০ টাকা। টমেটো ও গাজর কিনতেও ক্রেতাদের কেজিতে ১০০ টাকার ওপরে গুনতে হচ্ছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দামের এই চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক হওয়ায় চাহিদার সঙ্গে দামও বেড়েছে। সামনে দাম আরও বাড়তে পারে।’