যুবরাজ সালমানের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াচ্ছেন সৌদি বাদশাহ

যুবরাজ সালমানের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াচ্ছেন সৌদি বাদশাহ

শেয়ার করুন

saudi princeএটিএন টাইমস ডেস্ক:

আগামী সপ্তাহেই ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উত্তরসূরি হিসেবে ঘোষণা দিবেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’।

পত্রিকাটি আরও জানায়, পদত্যাগের পর ৮১ বছর বয়েসি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভূমিকা হবে অনেকটা ব্রিটেনের রাণীর মতো।

তিনি শুধুমাত্র পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শুধু আলঙ্করিকভাবে রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন তিনি। সরকারি সকল দায়িত্ব ক্রাউন প্রিন্সের কাছে হস্তান্তর করা হবে। ৩২ বছর বয়েসি যুবরাজ সালমান নভেম্বর মাসের শুরুতে দূর্নীতি দমন অভিযানের নামে ৪০ জনেরও বেশি প্রিন্স এবং মন্ত্রিপরিষদের ১১ জন মন্ত্রী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সমালোচনার জন্ম দেন।

প্রথমে ২০১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান সৌদির যুবরাজ। পরে গত জুন মাসে ক্রাউন প্রিন্স নির্বাচিত হন তিনি।