ইরানের উত্থান ঠেকাতে সৌদি’কে সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল!

ইরানের উত্থান ঠেকাতে সৌদি’কে সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরানের উত্থান ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এসেনকট। মধ্যপ্রাচ্যের জন্য ইরানকে ‘গুরুতর হুমকি’ আখ্যা দিয়ে সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার তেহরানকে রুখতে রিয়াদের সঙ্গে পারস্পরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিকল্পনার কথা জানান ইসরায়েলি সেনাপ্রধান।

খ্যাতনামা সৌদি সংবাদমাধ্যম এলাফকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। আল জাজিরা এলাফ-কে উদ্ধৃত করে জানিয়েছে, চিরবৈরী দুই দেশের আঞ্চলিক বৈরিতায় সৌদিকে খুব কাছ থেকে সহযোগিতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলি সেনা প্রধান।

যদিও সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কোনও সম্পর্ক না থাকায় এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে ইসরায়েলের সেনাসূত্র সাক্ষাৎকারটির সত্যতা নিশ্চিত করেছে।