মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত দুই

মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত দুই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে মারা গেছেন কমপক্ষে ২ জন। আহত হয়েছেন আরো ১৫ জন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সোয়া ১০টার দিকে মাওয়াগামী গাংচিল পরিবহন নামের বাসটির নিচের পাত ভেঙে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে তাসলিমা বেগম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত দু’জনকে ঢাকা সলিমুল্লাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ৪০ যাত্রী নিয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের মাওয়াগামী আরেকটি বাস একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।