জামালপুর-সিরাজগঞ্জ-বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুর-সিরাজগঞ্জ-বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উজানের পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোরও। বন্যায় জেলার ৬ উপজেলার ৪০টি ইউনিয়নের মানুষ পানিবন্দি।

এসব এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো-খাদ্যর সংকট দেখা দিয়েছে। শিড়্গা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। তিস্ত নদীতে ভারতের গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদ সিমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া, হুরাসাগর, ফুলজোড়, ইছামতি নদীতেও পানি বাড়ছে।

৪৮টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বগুড়ায় যমুনার পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নিচু এলাকায় পানি ঢুকে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। ডুবে গেছে ৫০টিরও বেশি স্কুল। তবে লালমনিরহাট ও নীলফামারীতে সার্বিক বন্যা পরিস্থির উন্নতি হয়েছে । তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।