ভারতে উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৭০ তম বার্ষিকী

ভারতে উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৭০ তম বার্ষিকী

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

নানা আনুষ্ঠানিকতায় ভারতে উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৭০ তম বার্ষিকী। দিনটি উপলক্ষে দিল্লীর ঐতিহাসিক লাল কেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত গড়ার লক্ষ্যমাত্রা স্থাপন করতে হবে।

ভাষনের শুরুতে তিনি গোরাকপুর হাসপাতালে শিশুদের মর্মান্তিক মৃত্যু ও বন্যায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগে মোকাবেলা করবেন। উত্তর প্রদেশের হাসপাতালে শিশু মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, এনসেফালাইটিসের প্রাদুর্ভাবেই মর্মান্তিকভাবে এই শিশুদের মৃত্যু হয়েছে।

উন্নত ভারত গঠনের সুযোগ নিতে তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে দিল্লিতে আজ মোতায়েন করা হয়েছে ৭০ হাজার অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে লাল কেল্লা ঘিরে মোতায়েন রয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ১০০ সদস্য।