বিসিবির সাধারণ সভার বৈধতার শুনানি শেষ, আদেশ কাল

বিসিবির সাধারণ সভার বৈধতার শুনানি শেষ, আদেশ কাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। সোমবার দুপুরে, বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রিটের শুনানি করে। আগামিকাল আদেশ দেবেন হাইকোর্ট।

গতকাল রোববার স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মাহবুব শফিক। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করে বিসিবি’র পরিচালনা পর্ষদ।

এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান মোবাশ্বের হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। রিটকারির দাবি, ২০১২ সালে হাইকোর্ট বিসিবির গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করেন। সে হিসেবে এ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিচালকরাও অবৈধ। ফলে তাদের ডাকা সাধারণ সভাও অবৈধ।