চতুর্থ বারের মত জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

চতুর্থ বারের মত জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

চতুর্থ বারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন আঙ্গেলা ম্যার্কেল। ৩২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে ম্যার্কেলের দল। আর তার জোটের বর্তমান অংশীদার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে মের্কেল জানান, তিনি আরও ভালো ফল করার আশা করেছিলেন। এএফডি পার্টির উত্থানে জনগণের ভয়, উদ্বেগে’র কথা শুনবেন বলেও জানান তিনি। এদিকে মের্কেলের বিজয়ের পর কট্টর ডানপন্থীরা বিক্ষোভ করেন।

এসময় ব্যঙ্গ করে শরণার্থীদের স্বাগত জানানোর প্ল্যাকার্ডও বহন করে বিক্ষোভকারীরা, যারা ইউরোপজুড়ে অভিবাসী সংকটের সময় জার্মানির দরজা খুলে দেয়ার নীতির বিরোধিতা করেছিল। তবে কৃতজ্ঞতা ভুলে যায়নি সিরিয়ান শরনার্থীরা। মের্কেলের জয়ে উল্লাস প্রকাশ করেছেন তারা।