বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্পের খসড়া প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন

বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্পের খসড়া প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট ও রাজশাহীর তালাইমারিতে জাতির পিতা স্কোয়্যার প্রকল্পের খসড়া নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। সকালে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প দু’টির সার্বিক চিত্র উপস্থাপন করে।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে সংশ্লিষ্ট দপ্তর। ভাড়াভিত্তিক ফ্ল্যাট এর আওতায় প্রতিটি পরিবারের জন্য ছোট আকারের একটি ফ্ল্যাট নির্মাণ হবে। দিনে ২৭০ টাকা হিসেবে এসব ফ্ল্যাটের ভাড়া নেওয়া হবে।

প্রকল্প সূত্র জানায়, রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়া মৌজায় দুই দশমিক চার তিন একর জমিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে পাঁচটি ভবনে ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ হবে।