বরগুনায় চুরির অপবাদে এক শিশুকে মধ্যযুগীয় নির্যাতন

বরগুনায় চুরির অপবাদে এক শিশুকে মধ্যযুগীয় নির্যাতন

শেয়ার করুন

।। বরগুনা প্রতিনিধি ।।
বরগুনায় চুরির অপবাদ দিয়ে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে গুরুতর জখম করেছে এক মুদি দোকানদার। স্কুলছাত্র মোঃ শাওন (১১) বরগুনা সদর ইউনিয়নের পার্বতী গ্রামের শামীম হাওলাদারের ছেলে।

জানা যায়, গত রোববার বিকেলে পাশ্ববর্তী গ্রাম কলাতলায় ঘুরতে যায় শাওন। একটু পর কলাতলা গ্রামের বাদশা মল্লিক (৪৫) এর মুদি দোকানে গিয়ে বসে শাওন। তখন দোকানদার বাদশা ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে শাওনকে দোকানের বসে থাকতে দেখে টাকা ও খাবার চুরির অভিযোগে শাওনকে বেধড়ক মারতে থাকে।

একপর্যায়ে শাওনের গলা পা দিয়ে চেপে ধরে এবং পেটে লাথি মারতে থাকলে এক পর্যায়ে শাওন মলত্যাগ করে দেয়। পরে শাওনের পরিবার   শাওনকে উদ্ধার করে সন্ধ্যার দিকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এবিষয়ে অভিযুক্ত বাদশা মল্লিকের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন,  মারধরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটির নানা সন্ধ্যার দিকে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।