বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও ত্রাণের অভাব হবে না: মায়া

বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও ত্রাণের অভাব হবে না: মায়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উজানের দেশগুলোর মারাত্নক বন্যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে তা মোকাবেলার প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দুপুরে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এরইমধ্যে দেশের ২০টি জেলার ৩৫৬টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

এসব উপজেলার ৯৭৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে তির লাখ লোক আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত ৯০টি পয়েন্টের মধ্যে ২৭টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আরো ৯টি জেলা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।

তবে বন্যা যদি ১৯৮৮ সালের মত বড় আকার ধারণ করে, তা মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।