বন্যায় চাপ বেড়েছে ট্রেনের অগ্রিম টিকেটে

বন্যায় চাপ বেড়েছে ট্রেনের অগ্রিম টিকেটে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মহাসড়কগুলোর বেহাল দশার ফলে ভোগান্তির আশঙ্কায় এবার রেলপথে ঈদের অগ্রিম টিকেটের জন্য বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সকাল ৮ টার আগে থেকেই ২৮ শে আগস্টের অগ্রিম টিকেটের জন্য কমলাপুর রেলস্টেশনে লাইনে দাড়ান মানুষ।

যেসব যাত্রী সড়কপথে ঈদে যাতায়াত করতেন তারাও এবার ভীড় জমিয়েছেন রেলস্টেশনে।বন্যা, সড়কপথগুলোর সংস্কার, ফেরিঘাটে সীমাহীন যানজটের কারণেই এবার ট্রেনে চাপ বেড়েছে সাধারণ মানুষের।

তবে টিকেট সংকট, বিশৃঙ্খলা ও টিকেট কালোবাজারীর অভিযোগ করেছেন যাত্রীরা। স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী জানান, নিয়ম মেনেই টিকেট সরবরাহ করছে কর্তৃপক্ষ।

পাশপাশি ২৯ শে আগস্ট থেকে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেনের। তবে বন্যার কারণে বিভিন্ন রুটে ক্ষতিগ্রস্থ রেলপথ মেরামতের কাজ দ্রুতই শেষ হবে তাই কোন ট্রেন বাতিলের সম্ভাবনা নেই বলেই জানান তিনি ।