ফেনীতে ইউপি নির্বাচন কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে হামলা-ভাংচুর গুলি

ফেনীতে ইউপি নির্বাচন কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে হামলা-ভাংচুর গুলি

শেয়ার করুন
Feni clash
।। ফেনী প্রতিনিধি ।।ফেনীর ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে ব্যপক হামলা ভাংচুর ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী করিমুল্লাহ’র (ওরফে রেঞ্চু করিম) বিরুদ্ধে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি ওই এলাকার বর্তমান চেয়ারম্যান।

ভুক্তভোগীদের অভিযোগ,  বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিমুল্লাহ শুক্রবার রাতে  দলবল নিয়ে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা ইব্রাহীম ভুইয়ার বাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। পরবর্তীতে তারা অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু পাটোয়ারীর বাড়িতেও গুলি বর্ষণ করে হামলা করে বাড়ীর আসবাব পত্র ব্যপক ভাংচুর চালায়।

একপর্যায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সরে যায়।

তবে ঘটনায় অভিযুক্ত নৌকার প্রার্থী করিমুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন হামলার ঘটনা শুনে তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।

এ ব্যপারে ফেনী ভোগদাদিয়া থানার ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।