প্রায় ১০ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় ১০ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শেয়ার করুন

Paturia ferry jam

মানিকগঞ্জ প্রতিনিধি ।।
মাঝ নদীতে প্রায় ১০ ঘন্টা আটকে থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে কমছে না যানজট।

ভুক্তভোগীরা জানান, ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বিঘিœত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল।

ফগলাইট জ¦ালিয়েও কম দূরত্বের কিছু দেখতে না পাওয়ায় বুধবার রাত ১২টার পর ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন জানিয়েছেন, ঘন কুয়াশায় ফেরির দিক নির্দেশনামূলক বাতির আলোতে ভালো দেখতে না পাওয়ায় পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়েছে।

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।