প্রধান নির্বাচন কমিশনারের সরে যাওয়া উচিৎ: রিজভী

প্রধান নির্বাচন কমিশনারের সরে যাওয়া উচিৎ: রিজভী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অভিযোগ তীব্র হওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনারের সরে যাওয়া উচিৎ। বললেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে টাঙ্গাইলে শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শেষে এ কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন, তার সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি জনতার মঞ্চের লোক ছিলেন। যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের পক্ষে নিরপেক্ষ কাজ করা কঠিন বলে দাবি করেন বিএনপির এ নেতা।