প্রজ্ঞাপন জারির দাবিতে চলছে বিক্ষোভ

প্রজ্ঞাপন জারির দাবিতে চলছে বিক্ষোভ

শেয়ার করুন

qouta

নিজস্ব প্রতিবেদক:

কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার সকাল বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। সকাল ১০টায় কর্মসূচী শুরু কথা থাকলেও, শুরু হয়েছে বেলা ১১টার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সামনে অবস্থান ও স্লোগান দেয় আন্দোলনকারীরা।

এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ দাবি আদায়ে সরকারকে রবিবার বিকেল পর্যন্ত সময় বেধে দেয়। একই সাথে সব ক্লাস-পরীক্ষাও বর্জনের ঘোষনা দিয়েছিলো তারা। যদিও সকালে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কোথাও কোথাও ক্লাস চলছে। আবার শিক্ষার্থী না থাকায় ক্লাস বাতিলের ঘটনাও ঘটেছে।