পাটুরিয়া ঘাটে যানজট কয়েকদিন ধরে, পারের অপেক্ষায় কয়েকশ যানবহন

পাটুরিয়া ঘাটে যানজট কয়েকদিন ধরে, পারের অপেক্ষায় কয়েকশ যানবহন

শেয়ার করুন

 

Paturia ghat jam

।। মানিকগেঞ্জ প্রতিনিধি ।।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যানজট কমছেই না। দীর্ঘদিন ধরে রুটের যাত্রী পরিবহণ শ্রমিকদের দুর্ভোগ কাটছে না। সংশ্লিষ্টরা জানায়, মুন্সীগঞ্জের শিমুলিয়ামাদারীপুরের বাংলবাজার  নৌরুটে ফেরি সার্ভিস বিঘ্নিত হওয়া, পাটুরিয়াদৌলতদিয়া  নৌরুটের উভয় প্রান্তের এপ্রোচে ডুবো চরে ড্রেজিংয়ের কাজ চলছে। এছাড়া পাটুরিয়ায় নম্বর ঘাটে ২৭ অক্টোবর রো রো ফেরি আমানত শাহ্ আংশিক ডুবে যাওয়ায় ঘাট বন্ধ থাকায়   পদ্মার তীব্র স্রোতের কারনে পাটুরিয়া  থেকে  মূল চ্যানেল দিয়ে ফেরি যেতে পারছে না। বিকল্প চ্যানেল দিয়ে পাটুরিয়া  থেকে স্রোতের প্রতিকূলে  প্রায়  দুই কিমি যেয়ে যমুনাপদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে  পৌছাতে হয়।  এতে ফেরি গুলোর  সময় অনেক  বেশি লাগছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। বাড়ছে দীর্ঘ যানজট।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে  পাটুরিয়দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি  দিয়ে  চলছে যানবাহন  পারাপার।  পাটুরিয়াদৌলতদিয়া  নৌরুটে বাড়ছে যানবাহনের  চাপ, বাড়ছে যাত্রীদের  ভোগান্তি   বিশেষ করে সব কারনে চরম ভোগান্তিতে পড়েছে  নৌরুট  ব্যবহারকারি যানবাহন শ্রমিক   দক্ষিণপশ্চিমাঞ্চলের  ২১ জেলার মানুষের।