পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন মঙ্গলবার

পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন মঙ্গলবার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। আগামী মঙ্গলবার ওই অধিবেশন বসছে। প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই দিন বেলা তিনটায় অধিবেশন বসবে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করাই এই অধিবেশনের একমাত্র এজেন্ডা। রোববার নেয়া প্রধানমন্ত্রী নির্বাচনের মনোনয়নপত্র সোমবার বেলা দুইটার মধ্যে দাখিল করতে হবে। সেদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

আদালতের রায়ে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষণা ও পদত্যাগের পর জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। পাকিস্তানের বিরোধী দলগুলো জোটবদ্ধ প্রার্থী দেওয়ার কথা ভাবছে। এদিকে, পরবর্তী প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত হওয়ায় শাহবাজ শরীফের আসন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে লড়াই করতে যাচ্ছেন তার ছেলে হামজা শাহবাজ।