নারায়ণগঞ্জের কাঁচপুরে পেপার মিলে গ্যাসের রাইজারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে পেপার মিলে গ্যাসের রাইজারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: ৪ জন দগ্ধ

শেয়ার করুন

Screenshot (223)

।। আবদুস সালা, নারায়ণগঞ্জ ।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আল নূর পোপার মিলস লি: এর কারখানায়
গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের শেখ
হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনন্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-
আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, ফারুক মিয়া ও তৌহিদুল ইসলাম। দগ্ধ চারজনই পেপার
মিলের নিরাপত্তা কর্মী বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সুত্র জানিয়েছে রবিবার রাত একটার দিকে
কারখানার ভেতরে গ্যাসের রাইজারে লিকেজ থেকে অগ্নিকান্ড ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরা
এগিয়ে গেলে তাদের কয়েকজনের শরীরে আগুন লেগে যায় এবং চারজন দগ্ধ হন। পরে কারখানা
কর্তৃপক্ষের সহযোগিতায় দগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি
ইনন্টিটিউটে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও
তার আগেই কারাখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে গ্যাস রুমের পাইপ, কিছু যন্ত্রাংশ
ও উৎপাদনের কাজে ব্যবহৃত কাাঁচামাল পুঁড়ে গেছে। তবে রাইজারে কিভাবে আগুনের সূত্রপাত
হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।