দেরীতে হলেও দেশেজুড়ে কাঁপাচ্ছে শীত, থাকবে আরো কয়েকদিন

দেরীতে হলেও দেশেজুড়ে কাঁপাচ্ছে শীত, থাকবে আরো কয়েকদিন

শেয়ার করুন

Winter
নিজস্ব প্রতিবেদক।।

তীব্র শীতে জবুথবু অবস্থা দেশের অধিকাংশ মানুষের। বিশেষ করে সাধারণ কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশ শোচনীয়। এর মধ্যে আবহাওয়া অফিস বলছে, সোমবার রাত থেকে কাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন থেকে মাঝারি কুয়াশা ঝরতে শুরু করবে দেশজুড়ে।

এতে তাপমাত্রার খুব রকমফের হবে না যদিও; তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা কুয়াশার কারণে কমতে পারে। দেশের অন্যত্র পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়।

আবহাওয়াবিদদের মতে, জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বেশি বৃষ্টি হলেও চলতি মাসে (জানুয়ারি) কম বৃষ্টি হবে।

কাল থেকে শীতের অনুভূতি বেড়ে যাবে। দেশের উত্তরাঞ্চলের রংপুরে এবং ময়মনসিংহ অঞ্চলে কুয়াশার পরিমাণ বেড়ে যাবে। এ কারণে এসব অঞ্চলে শীত কিছুটা বাড়বে; তবে তীব্র হবে না।

৯ থেকে ১০ জানুয়ারির পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আর এ কারণে তীব্র শীত শুরু হতে পারে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।