ছুটছেন ভ্রমণ পিপাসুরা

ছুটছেন ভ্রমণ পিপাসুরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ঈদুল আজহার ছুটিকে আনন্দময় করে তুলত বিভিন্ন স্থানে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভীড় বাড়ছে।

kuakata beach কুয়াকাটা
ফাইল ছবি

সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর ছায়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরণের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান। রয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের বৈচিত্রময় জীবনাচার। স্বাদ নেওয়া যায় সুন্দরবনের একাংশ টেংরাগিরি বনের দৃশ্য উপভোগের । ফলে বিভিন্ন উৎসবের ছুটিতে কুয়াকাটার দীর্ঘ বেলাভূমি মুখরিত হয়ে ওঠে পর্যটকদের পদচারনায়।

ঈদের ছুটিতে এরই মধ্যে বুকড সব মানের হোটেল। এমনকি থাকার জায়গার সঙ্কট হতে পারে এমটাই জানালেন হোটেল মালিকরা।  পর্যকদের নিরাপত্তায় যথাযথ ব্যবসাও নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ

দর্শনাথীদের জন্য বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, ম্যানগ্রোভ সুন্দরবন,  সুন্দরবন রিসোর্টসহ বিনোদন স্পটগুলোতে নানা প্রস্তুতি নেয়া হয়েছে । টানা ৬ দিনের ছুটিকে আনন্দে ভরিয়ে তুলতে পর্যটকরা ছুটছেন এসব স্থানে।  নিরাপত্তাসহ সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানা গেলে প্রশাসনের কাছ থেকে।