কড়াইল বস্তির ২০ শতাংশ শিশু চিকুনগুনিয়ায় আক্রান্ত!

কড়াইল বস্তির ২০ শতাংশ শিশু চিকুনগুনিয়ায় আক্রান্ত!

শেয়ার করুন

korail bostiএটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর কড়াইল বস্তির প্রায় ২০ শতাংশ শিশু চিকুনগুনিয়ায় আক্রান্ত। বড়দের ক্ষেত্রে এর প্রভাব কিছুটা কমে এলেও জ্বরের কারণে স্কুলে উপস্থিতি কম শিশুদের। তবে জ্বর নিয়ে বাবা-মাদের সচেতনতা কম বলছেন শিক্ষকরা।

রাজধানীর গুলশান বনানীতে অভিজাত এলাকার শতাধিক একর জায়গা জুড়ে এই কড়াইল বস্তি। চাপাচাপি আর ঘিঞ্জি পরিবেশেই কয়েক লাখ মানুষের বসবাস। স্বল্প আয়ে জীবন নিবার্হ করে বেচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া যেন বিপাকে ফেলেছে বস্তিবাসীদের।

তবে বস্তিগুলোতে বড়দের চিকুনগুনিয়ার মহামারি ধরণ খানিকটা কমে এলেও শিশুদের ক্ষেত্রে তা যেন এক বিপর্যয়। চিকুনগুনিয়ার কারণে  বস্তির বড় ঘাট এলাকার আনন্দ স্কুলের শিশু সংখ্যা প্রায় তিনশ। কিন্তু শিক্ষকরা বলছেন চিকুনগুনিয়ার প্রকোপ শুরুর পর থেকেই অনুপস্থিতির হার বেড়েছে।

স্কুলে অনুপস্থিত শিশু জামিনের বাড়িতে খোজ নিয়েও দেখা যায় চিকুনগুনিয়ায় আক্রান্ত তার পরিবারের অন্য সদস্যরাও। তবে শিক্ষকরা বলছেন চিকুনগুনিয়া নিয়ে বস্তিবাসী ও বাবা-মা’রা তেমন সচেতন না হওয়ায় এর প্রকোপ বাড়ছে।