কুর্দিদের স্বাধীনতার বিপক্ষে এরদোয়ান-রুহানি ঐক্যবদ্ধ

কুর্দিদের স্বাধীনতার বিপক্ষে এরদোয়ান-রুহানি ঐক্যবদ্ধ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইরাকে কুর্দিদের স্বাধীনতার প্রসঙ্গে গণভোটকে ইসরায়েলের মোসাদের তৎপরতার সঙ্গে সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, কুর্দিদের এমন দাবির পেছনে দায়ী মূলত বিদেশি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা।

তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান ও রুহানি। কুর্দিদের গণভোটকে অবৈধ উল্লেখ করে এরদোয়ান বলেন, এর কোনও গ্রহণযোগ্যতা নেই। ইসরায়েল ছাড়া কুর্দিদের প্রতি কারো সমর্থন নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

ইরাক কিংবা সিরিয়ার মতো দেশগুলোকে বিচ্ছিন্ন করতে কুর্দিদের এমন গণভোটসহ যে কোনও ধরনের হুমকির মোকাবিলা তুরস্ক ও ইরান একসঙ্গে করবে বলে উল্লেখ করেন দুই নেতা। সংবাদ সম্মেলনে কুর্দিবিরোধী অবস্থান ফের স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও।