সুন্দরবনে কোস্ট গার্ড-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সুন্দরবনে কোস্ট গার্ড-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

শেয়ার করুন

Picture-2017-10-05 07.43.57মংলা প্রতিনিধি :

সুন্দরবনের কয়রার ফাইসামারী এলাকায় কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের পর ৩ ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার দুপুরে মংলা ও কয়রা কোস্ট গার্ড যৌথভাবে ফাইসামারী  এলাকায় অপারেশন করার সময় ডাকাত দল কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্যে করে  গুলি করে। কোস্টগার্ডও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একটি  রিভলভার, ০২ টি মোবাইল সেট, ০১ টি রামদা ও ০২ টি মোটর সাইকেল আটক করে কোস্ট গার্ড।

Picture-2017-10-05 07.43.47কোস্ট গার্ড আরো জানায়, ডাকাত দলটি সুন্দরবনে ডাকাতি করার উদ্দেশে যাচ্ছিল । আটককৃতদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ  এম এইচ আই সিদ্দিক  জানায়, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা ও বন-দস্যুতা  দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।