কথা আর কাজের বাস্তব রূপ দেখিয়েছেন মেয়র আনিসুল হক

কথা আর কাজের বাস্তব রূপ দেখিয়েছেন মেয়র আনিসুল হক

শেয়ার করুন

anisul hauqeনিজস্ব প্রতিবেদক:

শুধু মুখের বুলি বা আশ্বাস নয়, রাজধানীর মানুষকে কথা আর কাজের বাস্তব রূপ দেখিয়েছিলেন মেয়র আনিসুল হক। কল্পনাকে হার মানিয়েছেন তিনি। খুলেছে সাত রাস্তার যানজট। ঝকঝকে গুলশান-বনানী, সবুজ এয়ারপোর্ট রোড। মিরপুর, মোহাম্মদপুরের পরিবর্তনে চলছে নানা উন্নয়ন কাজ।

অনেকের কাছে যা কল্পনা, নিমিশেই তার বাস্তব রূপ পেয়েছে ব্যবসায়ী থেকে রাজনিতিবিদ মেয়র আনিসুল হকের যাদুর ছোয়ায়। সবসময় তিনি ভেবেছেন প্রচলিত ধারার বাইরে গিয়ে। যানজট নেই সাত রাস্তায়, উন্মুক্ত গাবতলি বাষ্ট্যান্ডও। এ যেন জাদুর কাঠির ছোয়া।

চোখ জুড়ানো সাজ আকাশ পথে নেমে রাজধানীতে প্রবেশ পথ বিমানবন্দর সড়কে। প্রশস্ত ফুটপাত। পাশেই নানা প্রজাতির ফুল গাছ। নেই কোন বিলবোর্ড। ঢাকার আকাশ খোলা। ঝকঝকে গুলশান, বনানী আর বাড়িধারা। উন্নয়ন থেকে বাদ পরেনি গলি পথও। অল্প বৃষ্টিতে হাটু জল, ভুলে গেছেন বাসিন্দারা।

বিলবোর্ড অপসারন করে উন্মুক্ত করেছেন ঢাকার আকাশ। এই নগর পরিকল্পনাবিদ মনে করেন এটি ছিল বড় চমক। গুলশান, বনানী, বাড়িধারা আর উত্তরায় করেছেন ৩১০টি রাস্তা। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাওয়ের আমুল পরিবর্তনে তৈরি হবে আরো ৮২০টি সড়ক।