জানুয়ারি থেকেই ফোর-জি সেবা

জানুয়ারি থেকেই ফোর-জি সেবা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের জানুয়ারি থেকেই দেশের মোবাইল গ্রাহকরা ফোর-জি সেবা পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ফোর-জি’কে দেশবাসীর প্রতি সরকারের নতুন বছরের উপহার বলে মন্তব্য করেন।

তিনি জানান ফোর-জি সেবার সংশোধিত গাইড লাইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বিটিআরসি এটি চালু করতে ডিসেম্বরেই কার্যক্রম শুরু করবে।

তারানা হালিম জানান, ফোর-জি চালু হলে গ্রাহকরা সেকেন্ডে ২০ মেগাবাইট স্পিডের ইন্টারনেট সুবিধা পাবেন এবং ভবিষ্যতে এ গতি আরো বাড়বে। ফোর-জি সম্পর্কে মোবাইল ফোন অপারেটরদের ২৩টি অনুরোধের মধ্যে ২২টি সম্পূর্ণ এবং একটির আংশিক সমাধান হয়েছে বলেও জানান তিনি।