কঠোর বিধি নিষেধেও ঢাকায় এসেছে ১৭ লাখ অ্যাক্টিভ মোবাইল সিম

কঠোর বিধি নিষেধেও ঢাকায় এসেছে ১৭ লাখ অ্যাক্টিভ মোবাইল সিম

শেয়ার করুন

mobile-tower-696x465

।। আরাফাত সিদ্দিকী, ঢাকা ।।

কঠোর বিধি নিষেধের মাঝেও ঈদের পর গত দুদিন ঢাকায় এসেছে ১৭ লাখেরও বেশি অ্যাক্টিভ মোবাইল ব্যবহারকারী। এই হিসেব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ঢাকার সড়কে যান চলাচল বাড়লেও অধিকাংশই প্রকৃত জরুরী কাজেই ঘরের বাইরে এসেছেন।
ফেইসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে গত কদিন ধরেই ঢাকা থেকে বের হয়ে যাওয়া ও ফিরে আসা অ্যাক্টিভ মোবাইল সিমের পরিসংখ্যান জানাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সবশেষ শনিবার রাতে সেই হিসেবে দেখা যায়, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়েছে প্রায় এক কোটি ১১ লাখ মোবাইল সিম। আর ঈদের পর থেকে প্রতিদিন গড়ে আট লাখেরও বেশি মানুষ ঢাকায় ফিরছেন।
মানুষের কর্মস্থলে ফেরার এই প্রবণতা ছিল শনিবার দিন জুড়েও। তবে শত ভোগান্তি পেরিয়ে প্রায় সবাই ফিরছেন বাধ্য হয়েই।

বিধি নিষেধ মানাতে মাঠে রয়েছে মোবাইল কোর্ট। ছিল পুলিশি তৎপরতা। যারা অযথাই ঘুরতে বের হয়েছেন তাদের অনেককেই গ্রেপ্তার হতে হয়েছে। তবে প্রশাসনের দাবি, সাধারণ মানুষের ভেতর এখন সচেতনতা অনেকটাই বেড়েছে।