এক মাস ধরে ৯০ এর ঘরে পেঁয়াজের দাম!

এক মাস ধরে ৯০ এর ঘরে পেঁয়াজের দাম!

শেয়ার করুন

বিজনেস ডেস্ক:

কে কার আগে যাবে, কার দাম হবে বেশী সেই রেস এখন রাজধানীর বাজারগুলোতে। গেল এক মাসে ৯০এর ঘরে পেঁয়াজের দাম। আড়তের ব্যবসায়ীদের উদ্ভট যুক্তি, ভারতের আমদানি করা পেঁয়াজের দাম বেশী তাই দেশীপেঁয়াজের দামও নাকি বাড়তি।

হ্যাঁ, এই দাম কমবে সেই দিনক্ষণই জানতে চায় সাধারণ মানুষ। এমনিতে দ্রব্যমূল্যের উর্ধগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। রাজধানীর বাজারগুলোতে প্রতি সপ্তাহেই দামের রেকর্ড করছে কোন না কোন নিত্য পণ্য। চালের দাম কিছুটা কমতে শুরু করলেও পেঁয়াজের ঝাঁজ যেন কমছেই না।

গত এক মাসে দেশী পেঁয়াজের পাইকারিই দাম রয়েছে ৮০’র ঘরে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের পাইকারী দাম ৭০এর ঘরে। বাজারে আড়তদারের গলায় সেই ভাঙ্গা টেপ রেকর্ড, সরবরাহ কম। অথচ দেশে প্রতি বছর ২২ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন নেহাত কমও না। ১৮ লাখ টন। অর্থ্যাৎ আমদানি করা লাগে ৪ লাখ টন। তাও সংকট?

আবার কাওরানবাজারে দাম কমতে শুরু করলেও, সেই প্রভাব সহসাই পড়ে নেই খুচরা পর্যায়ে। সুযোগ কাজে লাগিয়ে যে যার মতো হাকাচ্ছে দাম। তবে ক্যামেরার সামনে, মহাখালী কাঁচা বাজারের সব দোকানের পেঁয়াজের দাম একই। ৯০টাকা।

সাধারণ মানুষের এসব দায় নিবে কে ? দাম বাড়লে বেশী দামেই কিনতে হয়, নতুবা বুদ্ধি মাসিক বাজারের কাটছাট।