বালিতে বাতিল ৪০০ ফ্লাইট: বিপাকে হাজার হাজার পর্যটক

বালিতে বাতিল ৪০০ ফ্লাইট: বিপাকে হাজার হাজার পর্যটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইন্দোনেশিয়ার বালিতে মাউন্ট অগুং-এর অগ্ন্যুৎপাতের ঘটনায় দ্বিতীয় দিনে অন্তত ৪শ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। এতে বিপাকে পড়েছেন ৫৯ হাজার যাত্রী। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি প্রতিকূলে থাকায় বুধবার সকাল পর্যন্ত বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র জানান, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে আগ্নেয়গিরী থেকে বের হওয়া ছাই দেশটির দক্ষিণ-পশ্চিমাংশ হয়ে বালির প্রধান বিমানবন্দরের দিকে ছড়িয়ে পড়ছে। বিমানবন্দরে আটকে পড়া পর্যটকদের বাসে করে ফেরি টার্মিনালগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বালির প্রধান পর্যটন কেন্দ্র কুতা ও সেমিনিয়াক থেকে ৭০ কিলোমিটার দূরে আগ্নেয়গিরিটির অবস্থান। বালিতে কয়েকদিন ধরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশে অন্তত ৩ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের মেঘ জমেছে। এর আগে গত রোববার ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।