ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল ও তার স্ত্রী র‌্যাবের হাতে গ্রেপ্তার

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল ও তার স্ত্রী র‌্যাবের হাতে গ্রেপ্তার

শেয়ার করুন

rasel

নিজস্ব প্রতিবেদক।।

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর র‌্যাবের সাদা গাড়িতে করে তাকে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন আরিফ বাকের নামে এক ভুক্তভোগী।

মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বাদী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পরিশোধ করেন তারা। পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়।

সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বাদী ও তার বন্ধুরা।