ইয়েমেনে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে সৌদি জোট

ইয়েমেনে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে সৌদি জোট

শেয়ার করুন

yemenএটিএন টাইমস ডেস্ক:

ইয়েমেনে অত্যাবশ্যকীয় ত্রাণ বহনকারী জাতিসংঘের বিমানে জ্বালানী সরবরাহে বাধা দিচ্ছে সৌদি জোট। মঙ্গলবার এমন অভিযোগ করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের কান্ট্রি ডিরেক্টর আউক লুটসমা জানান, ইয়েমেনে ম্যানেনজাইটিস ও কলেরাসহ বিভিন্ন অসুখ মহামারি আকারে দেখা দেয়ার আশংকা দেখা দিয়েছে।

এমন অবস্থায় রাজধানী সানায় বিদ্রোহী নিয়ন্ত্রীত এলাকায় ত্রাণ সরবরাহে নিয়োজিত জাতিসংঘের বিমানগুলোকে জ্বালানী সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি জোট। পরিস্থিতি সংকটজনক উল্লেখ করে লুটসমা জানান, প্রতিদিনই দেশটিতে ম্যানেনজাইটিস আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বাড়ছে।

মানবিক ত্রাণ নিয়ে জাতিসংঘের দুটি বিমান সানা ও আম্মানের মধ্যে চলাচল করে। কিন্তু রাজধানী সানায় জ্বালানী সংকটের কারণে বিমান দুটি আবারো ত্রাণ নেয়ার জন্য ফিরতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।