ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে নারায়ণখোলা গ্রাম

ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে নারায়ণখোলা গ্রাম

শেয়ার করুন

শেরপুর প্রতিনিধি :

ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে হুমকির মুখে রয়েছে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রাম।

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও বন্যার পানির তোড়ে তীব্র হয়ে উঠছে ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামের একটি প্রাচীন মসজিদ ও কবরস্থান। যে কোনো সময় বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

ব্রহ্মপুত্র নদের ভাঙন এভাবে অব্যাহত থাকলে, পুরো দক্ষিণ নারায়খোলা গ্রামটিই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আতঙ্ক-আশঙ্কায় দিন কাটাচ্ছে মানুষ। ঘরবাড়ি, ফসলি জমি, সহায়-সম্বল হারিয়ে গ্রামবাসী এখন দিশেহারা। কেউ কেউ ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছে স্কুলের বারান্দায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙনরোধে সরকারি তরফের কোনো উদ্যোগ নেই।