আল আকসায় আবারো ইজরায়েলের হামলা

আল আকসায় আবারো ইজরায়েলের হামলা

শেয়ার করুন

al aqsa attackএটিএন টাইমস ডেস্ক:

জেরুজালেমের আল আকসা মসজিদে আবারো ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আহত হয়েছে নামাজ পড়তে আসা শতাধিক ফিলিস্তিনি। গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের লক্ষ করে ইসরায়েলি সেনাবাহিনী টিয়ার শেল, স্টান গ্রেনেড ও শব্দ বোমা নিক্ষেপ করে।

ইসরায়েলিরা নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে নেয়ার পর, বৃহস্পতিবার আল আকসা মসজিদ থেকে আযান দেয়ার পর না্রী পুরুষ ও শিশুসহ কয়েক হাজার ফিলিস্তিনি নামাজ পড়তে সেখানে আসে।

আবারো এই মসজিদে আসতে পেরে বিজয় উল্লাস প্রকাশ করে ফিলিস্তিনিরা। এ সময় মসজিদের বয়ান ও নামাজ সংক্ষিপ্ত করার কথা বলে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে ঢুকে, মুসল্লীদের লক্ষ করে টিয়ার শেল ও শব্দ বোমা নিক্ষেপ করে। এতে হুড়োহুড়িতে আহত হন শতাধিক ফিলিস্তিনি।