নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৫০ জন নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৫০ জন নিহত

শেয়ার করুন

_97096593_gettyimages-674039782বিশ্বসংবাদ ডেস্ক :

নাইজেরিয়ায় একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি শহরে ফিরে আসার পথে এই হামলা চালায় বোকো হারাম। যদিও এই ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সেনাবাহিনীর পাহারায় সুরক্ষিতভাবে কাজ করছিল অনুসন্ধানকারী দলটি। এমন অবস্থাতেও অতর্কিতে হামলা চালায় বোকো হারামের জঙ্গীরা। মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫ জন নিহত হয়েছে এই হামলায়। যাদের মধ্যে ২ জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছেন। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক। এখনো দলটির অনেকেই নিখোঁজ বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।