আজ থেকে সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

আজ থেকে সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

শেয়ার করুন

Traller।। নিজস্ব প্রতিবেদক ।।
আজ থেকে ২২ দিনের জন্য সারাদেশে বন্ধ হয়ে গেলো ইলিশ ধরা, পরিবহন ও কেনাবেচা। মা ইলিশ বাঁচিয়ে প্রজনন বাড়াতে সরকারি এ কর্মসূচি চলবে ২৫অক্টোবর পর্যন্ত।
ভোলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মা ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় ইলিশ আহরণের পাশাপাশি পরিহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপরও রয়েছে নিষেধাজ্ঞা। তাই জেলেরা সাগর ও নদী থেকে ফিশিংবোর্ড, ট্রলার, নৌকাসহ মাছ শিকারের সকল সরঞ্জাম নিয়ে র্তীরে ফিরতে শুরু করেছে।
তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে বরাদ্দকৃত চাল দ্রæত বিতরণ, বিভিন্ন এনজিওর কিস্তির আদায় বন্ধসহ ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরের দাবি করেন জেলেরা।
এদিকে ভোলা জেলায় প্রায় আড়াই লাখ জেলে থাকলেও সরকারিভাবে এপর্যন্ত নিবন্ধন হয়েছে ১ লাখ ৩২ হাজার জেলের। চাঁদপুরেও জেলে রয়েছেন অর্ধলক্ষাধিক। এছাড়া বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালীসহ অন্যান্য জেলায় কয়েক লাখ জেলে রয়েছেন। তাদেরকেও খাদ্য ও আর্থিক সহায়তা দিতে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।