আইওআরএ সম্মেলনে প্রধানমন্ত্রী

আইওআরএ সম্মেলনে প্রধানমন্ত্রী

শেয়ার করুন

17155561_609096249280237_3428460332142737526_nএটিএন টাইমস ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১ জাতির জোট আইওআরএ সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ১৮টি দেশের সুলতান, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে ‘লিডারস সামিটের’ উদ্বোধন ঘোষণা করেন। লিডারস সামিটে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার জাকার্তায় পৌঁছান শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সকালে সম্মেলন কেন্দ্রে পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান।পরে জোটভুক্ত দেশগুলোর নেতারা একসঙ্গে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন।
এই সম্মেলনে ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ শীর্ষক বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।