অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

শেয়ার করুন

AUS VS BaN

দুই ম্যাচ বাকী রেখেই সিরিজ বাংলাদেশের

চতুর্থ বলে ফুলটসে একটা নো করেছিলেন মেহেদী হাসান। তবে তাতে কিছু যায় আসেনি শেষ পর্যন্ত। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো তাঁদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ, সেটিও দুই ম্যাচ বাকী রেখেই!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

 

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোন সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের দেয়া ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১১৭ রানে থামে অজিদের ইনিংস।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে নাঈম শেখ ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৪৪ রান যোগ করে সাকিব আউট হন ২৬ রানে। একপ্রান্ত আগলে ধরে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত আউট হন ৫২ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ১২৭ রানে। নাথান এলিস হ্যাটট্রিক করেন। নেন ৩টি উইকেট। জবাবে, বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রীত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট ১১৭ রান করতে সমথ্য হয় সফরকারীরা। সর্বোচ্চ ৫১ রান করেন মিচেল মার্শ। শরীফুল ইসলাম নেন ২টি উইকেট।